Written By জগন্নাথ সামন্ত
পথ দুর্ঘটনায় মৃত্যু ১ বিমানসেবিকার। নাম ঋতিকা মজুমদার। বেলুড় এলবিএস রোড এলাকার বাসিন্দা ঋতিকা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার কলকাতা থেকে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। স্কুটি চালাচ্ছিলেন তাঁরই এক পরিচিত যুবক। দ্বিতীয় হুগলি সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে ছিটকে পড়ে যায় দু'জনেই। আর তখনই পেছন থেকে ১টি গাড়ি এসে পিষে দেয় ঋতিকাকে। দুজনকেই প্রথমে আশঙ্কাজনক অবস্থায় হাওড়ার ১টি হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে মৃত্যু হয় ঋতিকার। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।