Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হংওয়ে চিন যাওয়ার পথে নিখোঁজ। ইন্টারপোলের সদর দফতর ফ্রান্সের লিওন শহর থেকে মেং যাত্রা শুরু করার পর থেকেই তাঁর আর কোনো খবর পাওয়া যায়নি বলে পরিবারের দাবি। ফরাসি পুলিশ মেংয়ের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ। প্রাথমিক অনুসন্ধানের পর ফরাসি পুলিশ জানায়, ‘২৯ সেপ্টেম্বরের পর থেকে তাঁরা মেংয়ের কোনো খোঁজ পাননি।’
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, ‘ইন্টারপোলের প্রেসিডেন্টের এই খবরে ফ্রান্স ধাঁধায় পড়েছে। চিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’
ইন্টারপোলের দায়িত্ব নেওয়ার আগে মেং চিনের জন নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী ছিলেন। ২০১৬ সালে ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হন মেং । মাদক সন্ত্রাসবাদ বিরোধী এবং সীমান্ত রক্ষার মত কাজে মেং চল্লিশ বছরের অভিজ্ঞ ব্যক্তি।
সাউথ চায়না মর্নিং পোস্ট মেংয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে জানিয়েছে, ‘৬৪ বছরের মেংকে চিনে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এটা পরিষ্কার নয় কেন চিনের শৃঙখলারক্ষী কর্তৃপক্ষ তাঁর বিষয়ে তদন্ত করছে ।’ তবে মেংয়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি চিনের কর্মকর্তারা।