Written By দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়
আগামী শনিবার সকাল ১০টা থেকে রবিবার ভোর পর্যন্ত দক্ষিণ কলিকাতার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বন্ধ থাকবে জল সরবরাহ। গার্ডেনরিচ পাম্পিং স্টেশনের পাম্প মেশিন এবং সেখান থেকে জল সরবরাহ কারী ওয়াটার পাইপ লাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই জল সরবরাহ বন্ধ থাকবে।ফলে সমগ্র দক্ষিণ কলিকাতার পাশাপাশি গার্ডেনরিচ, মহেশতলা, বেহালার বিস্তীর্ণ অঞ্চল, টালিগঞ্জ এমনকি যাদবপুরের কিছু অংশের জল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।গার্ডেনরিচ পাম্পিং স্টেশন থেকে এই সমস্ত অঞ্চল গুলির বুস্টার পাম্পিং স্টেশন এ যে জল সরবরাহ করা হয় সেই সমস্ত জল সরবরাহ লাইনের রক্ষণাবেক্ষণের কাজের পাশাপাশি, এই সমস্ত অঞ্চলের ছোট ছোট বুস্টার পাম্পিং স্টেশনের পাম্প মেশিনের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে বলে কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে।তবে এর জন্য দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে মানুষজনের খুব বেশি অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। অতিরিক্ত ব্যবস্থা অনুযায়ী পানীয় জলের ট্যাংকের মাধ্যমে বা পানীয় জল সরবরাহকারি গাড়ির সাহায্যে পর্যাপ্ত পরিমাণে জল এলাকায় এলাকায় সরবরাহ করা হবে বলেও পুরসভা সূত্রে জানা গিয়েছে। শীঘ্রই এ বিষয়ে নোটিফিকেশন জারি করবে কলকাতা পুরসভা।