Written By কলকাতা টিভি নিউজ নেটওয়ার্ক
আমাদের রান্না ঘরে মজুত থাকা একটু খানি হলুদের রয়েছে অনেক গুণ। বহু বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় হলুদ একটি বিশেষ স্থান পেয়েছে। আমাদের শরীরে নানা রকম রোগ প্রতিরোধ করার পাশাপাশি রুপচর্চাতেও রয়েছে এর বিশেষ ভূমিকা।
১। অ্যাকনে- হলুদে রয়েছে অনেক অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং আন্টি-ফাঙ্গাল গুন যা আমাদের অ্যাকনে থেকে মুক্তি পেতে সাহায্য করে। পাশাপাশি হলুদ অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে যা আমাদের ত্বকে কোন রকম ইনফেকশন হওয়া থেকে আটকায়।
২। চামড়া কুঁচকে যাওয়া আটকায়- হলুদে রয়েছে এলাসটেস যা আমাদের শরীরে এলাস্টিন তৈরি করতে সাহায্য করে। এই এলাস্টিন এনজাইম আমাদের চামড়া কুঁচকে যাওয়া থেকে আটকায়।
৩। ডার্ক সার্কেল- আপনার যদি ডার্ক সার্কেলের সমস্যা থাকে তাহলে হলুদ আপনার জন্য অত্যন্ত উপকারী। হলুদে রয়েছে প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট যা ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে।
৪। চুল পড়া আটকায়- নিয়ম করে হলুদ খেলে আপনি চুল পড়ার সমস্যা থেকেও মুক্তি পাবেন। হলুদ আমাদের শরীর থেকে এ৫-এআর এনজাইম দূর করতে সাহায্য করে যা চুল পড়ার প্রাথমিক কারণ। তাছাড়া হলুদ খুশকি কমাতেও সাহায্য করে।