Written By দেবোপম সরকার
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ছায়া প্রকাশনীর "Bowl To Ganguly" প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রতিযোগীদের সংখ্যা ছিল পাঁচ হাজারেরও বেশি। এই প্রতিযোগিতার বাম্পার প্রাইজ হিসেবে একটি ৪ চাকা গাড়ি, ৪৮ হাজার টাকা দশটি স্কলার্শিপ প্রদান করা হয়। এছাড়াও আরও অনেক পুরস্কারের ব্যবস্থা করা হয়। গত ১৬ ডিসেম্বর সেই কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাম্পার প্রাইজ বিজেতা এবং স্কলারশিপ প্রাপকের হাতে তিনি পুরস্কার তুলে দেন। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অগণিত ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে সৌরভ বলেন যে, ছায়া প্রকাশনী যেভাবে ছাত্র-ছাত্রীদের পাশে সব সময় থেকেছে তা সত্যিই প্রশংসনীয়। প্রায় বহু বছর এই প্রকাশনী সংস্থা বহুৎ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করেছে। এইদিন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের সই করা ছোট ছোট ব্যাট বল তুলে দেন বাচ্চাদের হাতে। এছাড়াও বাচ্চারা তাঁর সঙ্গে ক্রিকেট খেলার সুযোগ পায়। কখনও ছাত্র-ছাত্রীদের প্রশ্নর উত্তর, কখনও সেলফি তোলার আবদার এবং অটোগ্রাফ দিয়ে মাতালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি ছায়া প্রকাশনী দিল্লির একটি সংস্থা এস চাঁদ গ্রুপ কিনে নেয়। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হিমাংশু গুপ্তা জানান, কোভিডের সময় পড়াশোনার বহু ক্ষতি হয়েছে। পড়াশুনোর মাধ্যম অনেকটাই পরিবর্তন করা হয়েছে অনলাইন ক্লাসের মাধ্যমে। কিন্তু বই পড়া ছিল, রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। যুগের সঙ্গে পরিবর্তন করতে করতে অনলাইন পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা করছে এই সংস্থা। বাংলার বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে যেতে চাইছে ছায়া প্রকাশনী। যারা এই সংস্থার বই কেনার মতো অবস্থায় নেই, তারা যাতে বিভিন্ন জেলার গ্রন্থাগারে এই বই পান, সে রকম ভাবনা চিন্তা আছে এই সংস্থার, জানালেন ডিরেক্টর হিমাংশু গুপ্তা। সব মিলিয়ে এক জমজমাট বুধবার কাটল ছায়া প্রকাশনীর দফতরে।