Written By দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়
ফের কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিমাতৃক সুলভ আচরণের জেরে বন্ধ হতে চলেছে রাষ্ট্রীয় দৃষ্টিহীন বিকলাঙ্গ সংস্থা বা NIEPVD। অসহায় অবস্থার মধ্যে পড়তে চলেছেন লক্ষ লক্ষ দৃষ্টিহীন ও বিকলাঙ্গরা।
রাষ্ট্রীয় দৃষ্টিহীন বিকলাঙ্গ সংস্থা, পূর্ব ভারতের একমাত্র কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান, প্রায় ২০ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ বিকলাঙ্গদের। কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্য বন্ধ হতে চলেছে এই সংস্থাটি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই সংস্থাটি বন্ধ হয়ে গেলে বিপাকে পড়বেন লক্ষাধিক দৃষ্টিহীন ও বিকলাঙ্গ মানুষজন। শুধু তাই নয় এই সংস্থায় কর্মরত কয়েক হাজার কর্মচারী ও ডাক্তার বাবুরাও কর্মহীন হয়ে অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়াবেন।
এরই প্রতিবাদে সকাল থেকেই সংস্থার সামনে বিক্ষোভে সামিল হয়েছেন দৃষ্টিহীন মানুষজন ও তাঁদের পরিবারের সদস্যরা। ছোট ছোট দৃষ্টিহীন শিশুদের চিকিৎসা ও শিক্ষার বিষয়ে অনিশ্চয়তার কথা ভেবে চোখে এই সব শিশুদের মায়েদের। চোখে দেখতে পান না তবু লড়াই সংগ্রাম করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন দৃষ্টিহীন বিলাস সানা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এমএ পাঠরত। তাঁরও অভিযোগের আঙুল সংস্থার কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারের দিকেই।
দীর্ঘদিন ধরে পেশার টানে ও দৃষ্টিহীন বিকলাঙ্গ মানুষজনের সেবাকে ব্রত করেই চক্ষু বিশেষজ্ঞের কাজ করে চলেছেন ডাক্তারবাবুরা। সংস্থাটি বন্ধ হয়ে যাবার কথা শুনে উদ্বিগ্ন তাঁরাও।ডাক্তার বাবুদের পক্ষ থেকেও অভিযোগের আঙুল সংস্থার বর্তমান কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারের দিকেই। বনহুগলি, বিটি রোড বরানগরে অবস্থিত NIEPVD (NIOH CAMPUS) বন্ধ হয়ে গেলে পূর্ব ভারতের বৃহত্তম বিকলাঙ্গ ও অন্ধ মানুষজন তাঁদের চিকিৎসা ও পঠন পাঠনের বিষয়ে অনিশ্চিত হয়ে পড়বে। আর এই সংস্থাটি বন্ধ হয়ে গেলে এর বিকল্প রাস্তার হদিস নেই এই মুহূর্তে। ফলে রাজনীতির পাশাখেলার লড়াইয়ের প্যাঁচে পড়ে দুর্বল এই মানুষজন গুলির এখন তথৈবচ অবস্থা। যদিও এই অবস্থার জন্য সংস্থার আধিকারিকদেরকে কাঠ গড়ায় তুলতে রাজি নন অফিসার ইনচার্জ মহম্মদ ইশপ নবী।