Written By দেবাশিস সেনগুপ্ত
‘জয়ের ব্যাপারে দল নিশ্চিত। দলঅনেক বড়, কে রইল আর কে চলে গেল তাতে কিছু এসে যায় না।’ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির বৈঠকে এই বার্তাই দিলেন শুক্রবার। শুক্রবার কালিঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাঁর উপস্হিতিতে তৃণমূল কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠককে রুটিন বৈঠক বলা হলেও আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বৈঠক থেকে দলের মধ্যে ঐক্যর বার্তা ছড়িয়ে দিতে নির্দেশ দেন দলনেত্রী। মানুষের কাছে আরও নিবিড় জনসংযোগ বাড়াতে নির্দেশ দিলেন তিনি। এছাড়া একের পর এক দল ত্যাগ করে চলে যাওয়া নেতাদের বোঝানোর শেষ চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলের শীর্ষ নেতাদের সেই দায়িত্ব পালন করতে বললেন দলনেত্রী। সূত্রের খবর, যারা চলে গেছেন বা যাওয়ার জন্য প্রস্তুত তাদের মান ভাঙানোর চেষ্টা করতেও বলা হয়েছে এই বৈঠকে। এদিন ৬ জনের শীর্ষ নেতাদের নিয়ে কোর কমিটির বৈঠকে দলের সভানেত্রী সহ সভাপতি সুব্রত বাক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায় ভোট কুশলি প্রশান্ত কিশোর, ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস হাজির ছিলেন। তৃণমূল স্তরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ আরও বেশি করে করার জন্যে বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তবে এই পরিস্তিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার কোনো কারণ নেই বলে জোর দিয়ে বৈঠকে বলেছেন দলনেত্রী। বিজেপির সঙ্গে শুধু নয় বিরোধীদের সঙ্গে সমান ভাবে রাজনৈতিক লড়াই করতে হবে বলে জানিয়েছেন নেত্রী। তবে বিজেপির অপপ্রচার ও কুৎসা রটানোর বিষয়ে পাল্টা মানুষকে সচেতন করতে প্রচারের বার্তা দিয়েছেন দলনেত্রী বলে সূত্রের খবর।
Cheers! Plenty of tips! Beest Essay writing paper writing help
Asking questions are genuinely nice thing if you are not understandinhg anything fully, except this piece of writing offers fastidious understanding even. https://www.religiousforums.com/threads/new-coronavirus-information-on-the-research-end-of-things-
This is very interesting, You are a very skilled blogger. I've joined your rss feed and look forward to seeking more off yor wohderful post. Also, I've sharesd your website in my social networks! https://pawpass.iavalley.edu/ICS/Campus_Life/Campus_Gro
If you wwish for to obtain a good deaal from this post then yoou havve to apply these strategies to your won webb site. https://www.patreon.com/posts/45135677 buy essay online reviews buy esay online reviews