Written By দেবোপম সরকার
তৃণমূলে যোগ দেওয়ায় সুজাতাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠালেন বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘আজ থেকে সুজাতা যেন তার বংশের পরিচয় পদবী খাঁ না লেখে।’
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার দুপুরে কলকাতায় তৃণমূল ভবনে বিজেপি’র সাংসদ সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ তৃণমূলে যোগদান করেন। তাঁর যোগদানের কয়েক ঘন্টা পরেই তাঁর স্বামী বিজেপি নেতা সৌমিত্র খাঁ সাংবাদিক বৈঠক করে জানান ‘আগামী ২৪ ঘন্টার ভেতরে তাঁকে বিবাহ বিচ্ছেদের আইনি নোটিস পাঠাবো। আজ থেকে সুজাতার সঙ্গে আমার আর কোন সম্পর্ক নেই। কয়েক মাস ধরে সুজাতা কোন এক জ্যোতিষীর কথা শুনে চলতেন। ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে বাইরে দেখতে গিয়ে নিজের বাড়িতে বাড়ির লোক খিচুড়ি হয়ে গেল সেটা বুঝতে পারিনি সেটা আমার ব্যর্থতা।’ পাশাপাশি সৌমিত্র এটাও স্বীকার করেন তাঁর স্ত্রী তাঁর জন্য বহু লড়াই করেছেন। কিন্তু সেই লড়াইয়ে সৌমিত্র খাঁ যদি না থাকতো সেই লড়াই সম্পূর্ণ রূপ দিতে পারত না। তাঁদের মধ্যে ১০ বছরের সম্পর্ক যদিও ছোট বাড়ি হওয়ার ফলে সৌমিত্র এবং সুজাতা একসঙ্গে থাকতেন না। সৌমিত্রর বৃদ্ধ বাবা-মা অসুস্থ থাকা সত্ত্বেও সৌমিত্র জনগণের সেবা করতে গিয়ে সেরকমভাবে সময় দিতে পারতেন না বাড়িতে। সুজাতার সঙ্গে ফোনে কথা হতো হোয়াটস অ্যাপে কথা হত কিন্তু সুজাতা কখনো জানাননি সৌমিত্রকে যে তিনি এত বড় একটি সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন। তৃণমূলের উদ্দেশ্যে সৌমিত্র জানান সুজাতা রাজনীতি সম্বন্ধে খুব একটা বেশি জানে না খালি একটাই অনুরোধ তাঁকে যেন সঠিক নিরাপত্তা এবং আত্মসম্মান দেওয়া হয়। সৌমিত্র খাঁ যেমন বিজেপির হয়ে লড়েছিলেন তেমনি লড়বেন কিন্তু আর কোনদিনও সুজাতার সঙ্গে সম্পর্ক রাখবেন না। স্মৃতিচারণায় সৌমিত্র জানান, ‘তৃণমূল কংগ্রেস যখন সুজাতার চাকরি কেড়ে নেয় সেই সময় তাঁর যাতে কোনো অর্থনৈতিক সঙ্কট না হয় তার জন্য প্রতি মাসের ১ তারিখে ৭০ হাজার টাকা করে পাঠাতাম। শুধু তাই নয়, সুজাতার বাপের বাড়িতে নিরাপত্তা রক্ষী মোতায়েন করে দিয়েছিলাম। বিজেপি পরিবার তান্ত্রিক দল নয় কিন্তু বিজেপির বহু বর্ষীয়ান নেতা এবং নেত্রীরা সুজাতাকে খুব ভালোবাসতো এবং উৎসাহ দিত। যেহেতু সৌমিত্রর ওপরে অনেকগুলো চাপ ছিল, তা সত্বেও সৌমিত্রর পাশে দাঁড়িয়ে প্রচার করে ভোট জেতায় সুজাতা। তবে আমি সৌমিত্র খাঁ স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমার স্ত্রী বিরোধী দলে গিয়ে নাম লেখাবে, যেখান থেকে এর আগে তিনি প্রাপ্য সম্মান পাননি।’ সৌমিত্র খাঁ এদিন অকপটে আরও স্বীকার করে বলেন, ‘হ্যাঁ আমি নিজের বিভিন্ন জায়গায় দলের সংগঠন দেখতে গিয়ে নিজের এলাকায় সময় দিতে পারিনি তাই অমিত শাহ আমাকে নিজের এলাকা আরও ভালো করে দেখার জন্য এবং সময় দেওয়ার জন্য বলেছেন। তাই আজকে থেকে সৌমিত্র খাঁ অনুরোধ করেছেন সুজাতা মণ্ডল খালি যেন তিনি ব্যবহার করেন সুজাতা মণ্ডল খাঁ এর পরিবর্তে।’
You said it perfectly.. Beest Essay writing paper writing service
Thanks a lot!Valuable information. Beest Essazy writing paper writing help
Manyy thanks! Quite a loot of content! Besst Essay writing buy essay online for cheap