Written By দেবোপম সরকার
নতুন ভাবে করোনা সংক্রমণ দেখা গেল যুক্তরাজ্যে। তাই ২২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারত থেকে যুক্তরাজ্যে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে বিমানবন্দর সূত্রে খবর জানা গেছে। যুক্তরাজ্য থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিমান চলাচল করত। প্রতি রবিবার সেখান থেকে একটি বিমান আসত কলকাতা বিমানবন্দরে। এরকম ভাবে ভারতের বিভিন্ন প্রান্তে যাতায়াত করত যুক্তরাজ্যের বিমান। কিন্তু মঙ্গলবার রাত ১২টার পর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারত থেকে যুক্তরাজ্যে সব বিমান চলাচল বন্ধ হয়ে যায়।