Written By কলকাত টিভি ওয়েব ডেস্ক
পরীক্ষামূলক ভাবে চালু হবে দক্ষিণেশ্বরের মেট্রো। ২৩ ডিসেম্বর বুধবার নোয়াপাড়া ছাড়িয়ে আরও ৪.১ কিলোমিটার পরীক্ষামূলক ভাবে মেট্রো চালাবে রেল কর্তৃপক্ষ। নোয়াপাড়ার পর মেট্রো আরও যে অংশে প্রসারিত হবে সেখানে রয়েছে বরাহনগর ও দক্ষিণেশ্বরের জোড়া স্টেশন। চলতি বছরের কালী পুজোর সময় থেকে এই মেট্রো পরিষেবা শুরু হওয়ার কথা থাকলেও লকডাউনের কারণে তা আর হয়নি। তবে লকডাউনের মধ্যে কাজ থেমে থাকেনি। সেই সময় দ্রুত হয়েছে লাইন পাতা এবং স্টেশন তৈরির কাজ। কিন্তু বিদেশ থেকে সিগনালিং ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আনা সম্ভব হয়নি। তাই লকডাউন উঠতেই দ্রুত কাজ সম্পন্ন হয়। বুধবার তাই পরীক্ষামূলক ভাবেই ওই লাইনে চালানো হবে মেট্রো। আশাকরা যায় নতুন বছরেই গড়িয়া থেকে সম্প্রসারিত মেট্রো পৌঁছে যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত।