Written By দেবোপম সরকার
বাইপাসের ধারে বেঙ্গল কেমিক্যালের কাছে পূর্বাশা আবাসনের পাশে একটি বস্তিতে মঙ্গলবার সন্ধ্যায় আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন বিধ্বংসী চেহারা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে। কমপক্ষে ৩০ থেকে ৪০টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু ও পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম পৌঁছেছেন। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগুনের ভেতরে কেউ আটকে নেই। কিভাবে আগুন লাগলো খতিয়ে দেখা হচ্ছে। দমকলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে। তার জেরে বাড়ি ফিরতে গিয়ে নিত্য যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। ফিরহাদ হাকিম জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত গৃহহারাদের দ্রুত অন্যত্র সরিয়ে দেওয়া হবে এবং সবরকম সাহায্য করা হবে।