Written By মৃণালজিৎ গোস্বামী
পৌষমেলা বন্ধ। এবছর জয়দেব মেলাও কি হবে, তা নিয়ে চিন্তায় বাংলার বাউলরা। করোনা আবহে জয়দেব মেলা আদৌ হবে কিনা সেই নিয়ে সংশয় দেখা দিয়েছে। সূত্রের খবর, জয়দেব মেলায় ধর্মীয় রীতি মেনে পুজোর অনুষ্ঠান হলেও আখড়া বানিয়ে বাউলদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বীরভূম জেলা প্রশাসন। ফলে আদৌ জয়দেব মেলা হবে কিনা, আর হলেও বাউলদের আখড়া স্থান হবে কিনা, এসব বিষয় নিয়ে চিন্তায় আছেন বীরভূমের বাউলরাl স্থানীয় এক বাউল জানিয়েছেন, " বাংলার সংস্কৃতিতে লোকশিল্পের প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় l ২০১৬ সালে জয়দেব বাউল অ্যাকাডেমি করার জন্য তার শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী। বাউলদের সঙ্গে গলা মিলিয়ে গান করেছিলেন। তারপর করোনা আবহে প্রায় ৯ মাস ধরে বাউল শিল্পীরা কোন অনুষ্ঠান করতে পারেননি। ফলে বাউলদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাঁরা ভেবেছিলেন, পৌষ মেলায় এবং জয়দেবের মেলায় গানের সুযোগ মিলবে আর সেখানেই হবে বিভিন্ন দলের বায়না কিন্তু পৌষ মেলা স্থগিত থাকায় এবং জয়দেব বাউল মেলা অনিশ্চিত হয়ে পড়ায় চিন্তিত বাউলরা। বাংলার লোকশিল্পকে বাঁচাতে জীবন-জীবিকার তাগিদে বীরভূমে অন্তত জয়দেবের বাউল মেলায় সুযোগ চাইছেন বাউল শিল্পীরা।