Written By দেবোপম সরকার
নিউ টাউনের একটি গেস্ট হাউসে এক যুবতীকে খুন করার অভিযোগ উঠল যুবতীর সঙ্গে আসা এক যুবকের বিরুদ্ধে। মৃত যুবতীর নাম চুমকি ঘোষ(২৪)। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর বন্ধু অমিত ঘোষের সঙ্গে নিউটাউনের একটি গেস্ট হাউসে এসেছিলেন ওই যুবতী। বেশ কিছুক্ষণ তাঁরা ওই ঘরে থাকার পর ওই যুবক কিছু জিনিসপত্র কিনবে বলে হোটেল থেকে বেরিয়ে যায়। দুজনেই যে পরিচয় পত্র দিয়েছিল তাতে মেদনীপুরের ঠিকানা ছিল। সন্ধ্যে ৭টা নাগাদ ঘর ছেড়ে দেওয়ার কথা থাকলেও ৮টা বেজে যাওয়ায় হোটেলের লোকজন তাঁদের ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেলে নকল চাবি দিয়ে দরজা খুলে দেখে রক্তাক্ত অবস্থায় বিছানার ওপরে চাদর মোড়ানো অবস্থায় পড়ে আছেন যুবতী। এরপরই হোটেল কর্তৃপক্ষ টেকনো সিটি থানায় খবর দেয়। পুলিশ এসে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ওই যুবকের খোঁজ শুরু করেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, তাঁদের নিজেদের মধ্যে ঝামেলা হয়েছিল। তারপরেই মদের বোতল দিয়ে মুখে ও শরীরে একাধিক জায়গায় আঘাত করে। যুবতীর মৃতদেহ উলঙ্গ অবস্থায় পড়েছিল।