Written By দেবাশিস সেনগুপ্ত
আর এক দিন বাদেই বড়দিন। প্রতি বছরের মত এবারেও করোনা পরিস্হিতিতেও দেখা গেল বড়দিনের আগে কলকাতার নিউ মার্কেটের বিখ্যাত নাহুমের দোকানের সামনে লম্বা লাইন। কেকের জন্য বিখ্যাত কলকাতা নিউ মার্কেটের এই নাহুমের দোকান। প্রত্যেক বছরই বড়দিনের আগে এই নাহুমের দোকানে লম্বা লাইন পড়ে। এই দোকানের ম্যানেজার অতনু চট্টোপাধ্যায় জানালেন, প্রত্যেক বছর বড়দিনের সময় স্পেশাল কেক বানানো হয়। তাছাড়া মূলত ৩ ধরণের কেক এখানে থাকে। প্লেইন কেক, লাইট ব্রাউন কেক, রিচ ব্রাউন কেক। এর সঙ্গে আছে স্পেশাল কেক। স্পেশাল কেকের ৫০০ গ্রামের দাম ৫০০ টাকা এবং এক পাউন্ডের দাম হাজার টাকা। মানুষ এই স্পেশাল কেক কিনতে আসে বলে তিনি জানান। তবে এ বছর অনেকটা বেশি সচেতনতার দিকে নজর রাখা হচ্ছে এবং অল্প কয়েকজন ক্রেতাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে গত বছরের তুলনায় করোনা পরিস্হিতির জন্য এ বছরে কিছুটা হলেও ক্রেতার সংখ্যা কম বলে জানান।