Written By শাজাহান আলি
এটিএম কাউন্টারে চুরি। প্রমাণ লোপাট করতে এটিএমে আগুন লাগালো দুষ্কৃতকারীরা। পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর শহরের আবাসে এলাকাতে রাস্তার পাশেই ২টি ব্যাঙ্কের ২টি এটিএম কাউন্টার রয়েছে। ১টি অ্যাক্সিস ব্যাঙ্কের ও অন্যটি এসবিআই-এর। বৃহস্পতিবার সকালে এটিএম কাউন্টারে পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীরা দেখতে পান পুরো এ টি এম মেসিনটি পুড়ে কালো হয়ে গিয়েছে। তিনি খবর দেন ব্যাঙ্কে। খবর পেয়ে সেখানে হাজির হয় কোতোয়ালী থানার পুলিশ। পুলিশ ভেতরে ঢুকে দেখতে পায় এটিএম মেশিন ভাঙ্গা এবং আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ কর্তারা এটিএম কাউন্টারের উল্টোদিকে থাকা সিসিটিভিতে পরীক্ষা করে দেখতে পান, রাত পৌনে ৩ টে নাগাদ একটি সাদা রঙের গাড়িতে করে ৩ যুবক হাজির হয়েছিল। পরে ওই ৩যুবক গ্যাস কাটার সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে কাউন্টারে প্রবেশ করে ও আগুন লাগিয়ে দেয়। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।