Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বড়দিনে এবার পার্ক স্ট্রিটে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে প্রায় ১২০০ কলকাতা পুলিশের কর্মী। এছাড়া তৈরি করা হয়েছে ১০টি ওয়াচ টাওয়ার। যেখান থেকে রাখা হবে নজরদারি। প্রথমে ক্রিসমাস ইভ, তারপর বড়দিন। বছর শেষে বাঙালির প্রিয় উৎসব। কোভিড পরিস্থিতিতে শীতের এই উৎসবে মেতে উঠবে শহরবাসী। সেই কারণে এই বছর পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় রাখা হচ্ছে বিশেষ পুলিশি ব্যবস্থা। পুলিশ সূত্রে খবর, এই বছর করোনা পরিস্থিতিতে পার্ক স্ট্রিটের রাস্তায় খাবারের দোকানে বসবে না। তাই পুলিশের বিশেষ নজর থাকছে রাস্তার ওপর। পানশালার বাইরে যাতে ভিড় না জমে, সেই বিষয়ে নজর রাখতে বলা হয়েছে পুলিশ আধিকারিকদের।
রেস্তোরাঁ ও পানশালার ভেতরে যাতে করোনা বিধি কড়া ভাবে মানা হয় সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে তা এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশের ধারণা, এই বছর তুলনামূলকভাবে পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণি এলাকায় কম সংখ্যক মানুষ আসতে পারেন। তবুও যাতে রাস্তায় ভিড় না হয়, সেই বিষয় সতর্ক থাকবেন পুলিশ কর্মীরা। পারস্পরিক দূরত্ব মেনে চলার জন্য বার বার ওই অঞ্চলে মাইক নিয়ে প্রচার করবে পুলিশ। প্রত্যেকের মুখেও যাতে মাস্ক থাকে, সেই ব্যাপারেও গুরুত্ব দেবে পুলিশ। নিরাপত্তার জন্য পার্ক স্ট্রিট ও তার সংলগ্ন এলাকায় দশটি ওয়াচ টাওয়ার তৈরির কাজ শেষ পর্যায়ে। সেখান থেকে বাইনোকুলারে নজর রাখা হবে। ক্রিসমাস ইভ থেকেই পুরো পার্ক স্ট্রিট অঞ্চলকে পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ডিসি পদমর্যাদার পুলিশকর্তা ও একজন যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার।