Written By রকি চৌধুরী
জলপাইগুড়ি জেলার নাথুয়া রেঞ্জের অন্তর্গত জঙ্গলে পূর্ণ বয়স্ক একটি বাইসনের মৃতদেহ উদ্ধারকে ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার দুপুরে বনকর্মীদের নজরে আসে মৃত বাইসনটি। জঙ্গলের রুটিন টহলদারির সময় নাথুয়া রেঞ্জের অন্তর্গত নাথুয়া জঙ্গলের জলঢাকা এলাকায় পূর্ণবয়স্ক বাইসনটিকে মৃত অবস্থায় দেখতে পান বনকর্মীরা, সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি জানান নাথুয়া রেঞ্জের দায়িত্বে থাকা রেঞ্জার রাজ কুমার পাল কে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা, ডেকে পাঠানো হয় চিকিৎসককেও। বন আধিকারিকদের প্রাথমিক অনুমান বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয়েছে বাইসটির। এটি একটি পুরুষ পূর্ণবয়স্ক পুরুষ বাইসন বলে জানিয়েছেন কর্তারা। রেঞ্জার রাজ কুমার পাল জানান, বনকর্মীরা জঙ্গলের রুটিন টহলদারির সময় বাইসনটিকে মৃত অবস্থায় দেখতে পান। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে বয়স জনিত কারণেই মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।