Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
করোনার প্রকোপ ও পাশাপাশি আসন্ন বিধানসভার নির্বাচনের কারণে পিছল ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত বুধবারই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে। এদিন বৃহস্পতিবার ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষক সংসদ।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা ১৫ জুন থেকে শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত। তবে যে সব বিষয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে তা ১০ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে স্কুলগুলিকে নিয়ে নিতে হবে। করোনার কারণে কেন্দ্রের ও রাজ্যের বেঁধে দেওয়া নির্দিষ্ট গাইডলাইন মেনে স্কুলগুলিকে নিজেদের দায়িত্বে ও ব্যবস্থায় এই প্র্যাকটিকাল পরীক্ষার বিষয় নির্ধারণ করে তা শেষ করতে বলা হয়েছে। এই পরীক্ষায় পড়ুয়াদের প্রাপ্ত নম্বর ২০ এপ্রিলের মধ্যে সংসদে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে।