Written By অংশুমান চক্রবর্তী ও রকি চৌধুরী
গুলিবিদ্ধ আলিপুরদুয়ারের জেলা পরিষদের সদস্য মনোরঞ্জন দে। গুলি চলার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, মালবাজার কলেজের কাছে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। শিলিগুড়িতে কাজে গেছিলেন মনোরঞ্জন দে। রাতে মালবাজার কলেজের কাছে বাথরুম করার জন্য গাড়ি থেকে নামলে তখনই তাঁকে গুলি করে কয়েকজন দুষ্কৃতী। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে শিলিগুড়ির ১টি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, চিকিৎসা চলছে মনোরঞ্জনের। পুলিশ আধিকারিকরা জানিয়েছে, তাঁর শরীরে ১টি গুলি লেগেছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।