Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
যুবক-যুবতীদের পাশে দিদি। এভাবেই আরও এক নতুন কর্মসূচি সূচনা করবে রাজ্য সরকার। এই কর্মসূচিতে যোগ দেবেন তারকা মহলের সাংসদ ও মন্ত্রীরা। যাঁদের মধ্যে আছেন তারকা সাংসদ শতাব্দী রায়, নুসরত জাহান, মিমি চক্রবর্তী ও দেব। এনাদের সঙ্গে তালিকায় নাম আছে প্রাক্তন ক্রিকেটার লক্ষ্ণীরতন শুক্ল, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু ও ডেরেক ও’ব্রায়েনের। নতুন বছরের জানুয়ারি মাস থেকেই রাজ্যবাসীর দুয়ারে দুয়ারে যাবেন এই তারকারা। মূলত রাজ্যের তরুণ ও তরুণীদের সমর্থন পেতেই এই কর্মসূচি নিয়েছে তৃণমূল। আগামী বিধানসভা ভোটে এই তরুণ প্রজন্মের গুরুত্ব অনেকখানি। যে কারণে তৃণমূলের তারকা রাজনীতিবিদদের বেছে নিয়েছে দল। কিন্তু তৃণমূলের মতে এই তরুণ প্রজন্ম কিছুটা রাজনীতি বিমুখ। সেই কারণেই সিনেমা, নাটকের ব্যাক্তিত্বরাই আসবেন এই প্রজন্মের দুয়ারে।