Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় রাজ্যের ১০ কোটি মানুষ থাকবে। দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্য সাথীর আবেদন পত্র দাখিল করলেই চলবে না, তার সঙ্গে বাড়ির সব সদস্যের ছবি ও দুই হাতের বুড়ো আঙ্গুলের ছাপ দরকার। সূত্রের খবর, আবেদনপত্র গ্রহণের কাজ আগামী জানুয়ারি মাস পর্যন্ত চললেও আঙুলের ছাপ সংগ্রহের কাজ চলতে থাকবে। স্বাস্থ্য ভবন অনুযায়ী এরই মধ্যে কার্ড হাতে পেয়েছেন ৫ লক্ষ পরিবার। যদি হিসাব করে দেখা যায় তাহলে ২০ লক্ষ মানুষ এর আওতায় এসেছেন। ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা পড়েছে ৪০ লাখের বেশি পরিবারের। আরও নূন্যতম ২০ লক্ষ পরিবার আবেদন করতে পারেন আগামী দিনে। আবেদনপত্র গ্রহণ করার পর ছবি ও আঙুলের ছাপ নেওয়ার জন্য ফোন মারফত মেসেজ পাঠিয়ে বিভিন্ন দিনে ডাকা হচ্ছে। স্বাস্থ্য দফতরের সঙ্গে ওয়ার্ডের তৃণমূল কর্মীরাও স্বাস্থ্য সাথীর সুবিধা দেওয়ার জন্য মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। এতে জনসংযোগ যে ভালই বাড়ছে তা মনে করছে রাজনৈতিক মহল।