Written By স্বরূপ গঙ্গোপাধ্যায়
বাঁকুড়ার ইন্দপুর রেঞ্জের পাথরাকাটা গ্রামে ঢুকে পড়ল একটি দলছুট হাতি। শনিবার সকালেই হাতিটি স্থানীয় ছোটগড়া জঙ্গল থেকে ওই গ্রামে ঢুকে পড়ে৷ এর আগে কখনও এই এলাকায় হাতির দেখা মিলেনি। তাই হাতি দেখে নতুন করে চিন্তিত এলাকার মানুষ। যদিও স্থানীয় বনদফতরের কর্মীরা হাতিটিকে গ্রাম থেকে ছোটগড়া জঙ্গলে ফিরিয়ে দিয়েছে। সেখান থেকে হাতিটিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে অন্য একটি গভীর জঙ্গলের দিকে। মনে করা হচ্ছে, হাতিটি দল ছুট হয়ে গঙ্গাজলঘাটি, ঝাটিপাহাড়ি হয়ে এই এলাকায় এসে পৌঁচেছে। পুরুলিয়ার দিক থেকেও হাতিটি এসে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। এখন হাতিটিকে এমন জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে বনদফতর যেখানে হাতির অস্তিত্ব রয়েছে।