Written By রকি চৌধুরী
লেপার্ডের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মালবাজারের কিলকোট চা বাগানে। বনদফতর সূত্রে খবর, রবিবার সকালে ১টি পূর্ণবয়স্ক স্ত্রী লেপার্ডের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের কুঞ্জ লাইনের বাড়া নদী এলাকা থেকে। লেপার্ডের দেহটি দেখতে পায় এলাকার মানুষজন। এদিকে খবর জানাজানি হতেই এলাকায় বহু মানুষের ভিড় জমান লেপার্ডের মৃতদেহ দেখতে। খবর পেয়ে এলাকায় আসে খুনিয়া স্কোয়ার্ডের বনকর্মীরা। তারা এসে লেপার্ডের দেহটি নিয়ে যায়। সেটিকে ময়নাতদন্তের জন্য গরুমারায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, ওই এলাকায় কয়েকটি লেপার্ডের মধ্যে লড়াই হয়। লড়াইয়ে স্ত্রী লেপার্ডটির মৃত্যু হয়। মৃত লেপার্ডটির পেটের মাংস বের হয়েছিল। এলাকায় লেপার্ডের মাংস ও বহু পায়ের ছাপ রয়েছে।