Written By রকি চৌধুরী
লোকালয়ে হাতির হামলায় আহত ১। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির গয়েরকাটায়। স্থানীয় সূত্রে খবর, ডুয়ার্সের মরাঘাট জঙ্গল থেকে ১টি দলছুট হাতি গয়েরকাটা এলাকায় ঢুকে পড়ে। গয়েরকাটা বাজার লাগোয়া কোঙ্গার কলোনি এলাকায় হাতিটি রবিবার ভোর থেকে তাণ্ডব শুরু করে। হাতির হামলায় আহত হন ১জন। আহত ব্যক্তির নাম দুর্গাপদ রায়(৫৫)। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জলপাইগুড়ি অনারারি ওয়াইল্ডলাইফের ওয়ার্ডেন সীমা চৌধুরী, বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়ার্ডের বনকর্মীরা। বনকর্মীদের প্রাথমিক অনুমান খাদ্যের খোঁজেই লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি। তারপর খাবার খেয়ে জঙ্গলে ফেরার পথেই ওই ব্যক্তি হাতির সামনে পড়ে যাওয়ায় আক্রান্ত হন। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের নির্দেশে তাঁকে শিলিগুড়িতে রেফার করা হয়।