Written By সঞ্জীব সুঁই
গণধর্ষণের অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়াল খনি এলাকায়। স্থানীয় সূত্রে খবর শনিবার রাত ৮টা নাগাদ পাণ্ডবেশ্বরের এবিপিট সংলগ্ন জামাইপাড়া এলাকায় ১ কিশোরীকে (১৩) গণধর্ষণ করা হয়। ১টি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ জানিয়েছে কিশোরীর পরিবারের লোকজন। কিশোরীর পরিবারের লোকজন জানিয়েছে, ‘আমাদের বাড়ির কাছাকাছি ধর্ষণের ঘটনাটি ঘটে। প্রতিবেশীরা জড়ো হতেই ওকে ফেলে অভিযুক্ত যুবকরা পালিয়ে যায়।’ খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ রসুল পাসোয়ান, বিশাল রুইদাস, মহম্মদ সাইদ নামে ৩ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের সবার বয়স বছর ২০ থেকে ২১ এর মধ্যে। অভিযুক্তরা প্রত্যেকেই আক্রান্ত কিশোরীর প্রতিবেশী ও পরিচিত। অভিযুক্তদের রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় ।