Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
File Pic
এখনও অনিশ্চিত কলকাতা বইমেলা। একের পর এক জেলা বইমেলা যখন চলছে তখন বইপ্রেমী মানুষজন খুব উন্মুখ কবে হবে কলকাতা বইমেলা? এই প্রশ্নের এখনও কোনো সদুত্তর নেই গিল্ডের কাছে। পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী ২০২১ এর কলকাতা আন্তর্জাতিক বইমেলা হওয়ার কথা ছিল জানুয়ারি মাসের ২৭ তারিখ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সেই নিয়ম মেনে এবার বইমেলা জানুয়ারি মাসে হচ্ছে না বলেই জানা গেছে। ২৪ ডিসেম্বর পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের একটি সভা হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে আপাতত কয়েক মাস পিছিয়ে দেওয়া হচ্ছে ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বইমেলা কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘আপাতত আমরা চাইছি যে করোনা পরিস্থিতি কাটিয়ে সুস্থ পৃথিবীতে হোক বইমেলা। ভ্যাকসিন এলে করোনার প্রকোপ কিছুটা কমলে বইমেলার আয়োজন করা হতে পারে। আর তার জন্য কয়েক মাস অপেক্ষা করতে তৈরি আমরা ।’ এবছর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে শ্রদ্ধা জানিয়ে বইমেলার থিম করা হয়েছিল বাংলাদেশ। রবিবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, ‘আন্তর্জাতিক বিমান চলছে না, স্কুল–কলেজ বন্ধ, ভ্যাকসিন আসেনি, এই অবস্থায় লক্ষ লক্ষ মানুষের জীবন–মরণের প্রশ্ন যেখানে জড়িত সেখানে এত বড় উৎসব করা উচিত হবে না। মেলা প্রাঙ্গনে এককালীন ১০০ জন করে প্রবেশ করানো বা ৭৫০ স্টলের মধ্যে কোনও স্টলের ভেতরে লোকজন ঢুকতে পারবে না, সেলফি নিতে পারবে না, এ সব করা সম্ভব নয়, এই ভাবনাটাই অবাস্তব।’ গিল্ডের আরেক কর্তা জানিয়েছেন, ‘সব আন্তর্জাতিক বইমেলা যেমন লন্ডন বইমেলা এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। ২০২১ এর কলকাতা বইমেলার জন্য বেশ কয়েক মাস অপেক্ষা করতে হবে বইপ্রেমী মানুষদের। আর পুরোটাই নির্ভর করছে করোনার ভ্যাকসিন বাজারে আসা ও মারণ ভাইরাসের প্রকোপ কমার ওপর। আর পরিস্থিতি সে রকম হলে এ বছর নাও হতে পারে কলকাতা বইমেলা।’