Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
নতুন বছরে ফের আগের মতো সোম ও মঙ্গলবার বসবে হাওড়ার মঙ্গলাহাট। রবিবার সমবায়মন্ত্রী অরূপ রায় একথা জানিয়ে বলেন, ‘জানুয়ারির ৪ তারিখ অর্থাৎ সোমবার থেকে মঙ্গলাহাট বসবে পুরানো নিয়মে। তবে অতিমারীর পরিস্থিতিতে হাওড়া হাসপাতাল, কোর্ট চত্বর ও বিভিন্ন প্রশাসনিক ভবন থেকে দূরত্ব রেখেই বসবে হাট। করোনা বিধি মেনে চলতে হবে মঙ্গলাহাটের ব্যবসায়ীদের। তাঁদের মাস্ক পরতে হবে, নিয়মিত দোকান স্যানিটাইজ করতে হবে, পারস্পরিক দূরত্বও বজায় রাখতে হবে। ক্রেতাদেরও মাস্ক পরে আসতে হবে। ’ প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি মঙ্গলাহাটের ব্যবসায়ী সমিতি। গত এপ্রিল মাস থেকে সংক্রমণ ঠেকাতে বন্ধ রাখা হয় হাট। তবে পুজোর আগে, সেপ্টেম্বর মাস থেকে হাট আংশিক চালু হয়। তখন থেকে এই হাট বসে শনিবার সকাল থেকে রবিবার দুপুর পর্যন্ত।