Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ক্রমেই অন্তিমের দিকে ২০২০। বাকি মাত্র কটা দিন। কিন্তু এই ৩৬৬ দিনের সময়সীমার মধ্যেই বিশ্বের ওপর পড়েছে করোনার থাবা। যা প্রাণ কেড়েছে সহস্রাধিক মানুষের। একটু দেরিতে হলেও করোনা পৌঁছেছিল পশ্চিমবঙ্গেও। কিন্তু তার প্রকোপে মৃত্যু হয়েছে বহু সাধারণ মানুষের। তবে করোনা না হলেও ২০ সাল বেশ কয়েকজন জনপ্রিয় ব্যক্তিত্বের জীবন কেড়েছে। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,
১) ১৮ ফেব্রুয়ারি, ৬১ বছর বয়সে মৃত্যু হয় অভিনেতা তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ তাপস পালের। রক্তচাপ ও স্নায়ুর সমস্যা ছিল তাঁর। মুম্বইয়ে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।
২) ১১ মার্চ প্রয়াত হন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৬৯। বড় পর্দায় এই অভিনেতার জনপ্রিয়তা ছিল দেখবার মত। তবে পরের দিকে ছোট পর্দায় অভিনয় করেছিলেন তিনি।
৩) ২৪ জুলাই ঘুমের মধ্যে মৃত্যু হয় অমলাশঙ্করের। নৃত্যশিল্পী হিসাবে ছিল তাঁর জগৎ জোড়া খ্যাতি। নৃত্যশিল্পী উদয়শঙ্করের স্ত্রী ছিলেন তিনি।
৪) ৩০ জুলাই মৃত্যু হয় সোমেন মিত্রের। বয়স হয়েছিল ৭৮। প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকাকালীন মৃত্যু হয় তাঁর।
৫) প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় যিনি পিকে বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত, ভারতীয় ফুটবলের এক অন্যতম নক্ষত্র ছিলেন। নিউমোনিয়া সহ একাধিক শারীরিক অসুস্থতা ছিল তাঁর। ২০ মার্চ ৮৩ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
৬) হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৩০ এপ্রিল মৃত্যু হয় চুনী গোস্বামীর। কিংবদন্তি এই ফুটবলারের বয়স হয়েছিল ৮২ বছর।
৭) করোনায় আক্রান্ত হয়ে ৬ আগস্ট মৃত্যু হয় সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর। চলতি বছরের জুলাই মাসে তাঁর করোনা ধরা পড়ে। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৮) ছেলেদের ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তর মৃত্যু হয় ১৭ সেপ্টেম্বর। নিজের বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। বাংলা ও হিন্দি ছবির অনেক অভিনেতাদের পোশাক তৈরি করে ফ্যাশন দুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
৯) ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু হয় ৩১ আগস্ট। ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে গুরুতর জখম হন তিনি। চিকিৎসা করলে তাঁর স্নায়ুর সমস্যা ও কোভিড ধরা পড়ে। ১৩ অগাস্ট থেকে কোমায় চলে যান তিনি। তারপর ৩১ আগস্ট প্রয়াত হন তিনি।
১০) ১৫ নভেম্বর, বাংলা চলচ্চিত্রের জগতের আরও এক নক্ষত্র পতন। করোনায় আক্রান্ত হয়ে চলতি বছরের সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন একাধারে কিংবদন্তি অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব, আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের পরেও বাঁচানো যায়নি তাঁকে। ২ মাসেরও বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। করোনা নির্মূল হলেও অন্যান্য শারীরিক সমস্যার কারণে মৃত্যু হয় তাঁর।