Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
জমি বিতর্কের সমর্থনে তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। মুখ্যমন্ত্রীর সমর্থন তাঁর মনে ভরসা যুগিয়েছে বলে চিঠিতে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীকে 'ডিয়ার মমতা' বলে সম্বোধন করে লেখা ওই চিঠিতে তিনি বলেন, "আপনার জোড়াল কণ্ঠস্বর আমাকে শক্তি যুগিয়েছে। আপনার চিঠি আমাকে শুধু স্পর্শই করেনি, বরং বলা ভাল তাতে আমি আশ্বস্ত হয়েছি। আমি খুব খুশি এটা জেনে যে আপনি পাশে আছেন' বলে চিঠিতে লেখেন অমর্ত্য সেন। সম্প্রতি অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তারপরই বিজেপি সরকারকে আক্রমণ করে অমর্ত্য সেনের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, জমি বিতর্কের কথা জানতে পেরে তিনি বিস্মিত ও আহত। তিনি আরও জানান, অমর্ত্য সেনের এই লড়াইয়ে মমতার পূর্ণ সমর্থন রয়েছে। সোমবার বোলপুরের প্রশাসনিক বৈঠকের মাঝেই অমর্ত্য সেনের জবাবি চিঠির কথা জানতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মমতা বলেন, আমি রাজনীতিগত ভাবে ওদের সবচেয়ে বড়ো টার্গেট। আরও অনেককেই এভাবে টার্গেট করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানান, আশ্রমিকরা তাঁকে চিঠি দিয়ে জানিয়েছেন আশঙ্কার কথা। শান্তিনিকেতনে রবীন্দ্র আদর্শ ভুলিয়ে দেওয়ার চক্রান্তের অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।