Written By দেবাশিস সেনগুপ্ত
দক্ষিণ কলকাতার হরিদেবপুরে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো। দীর্ঘদিন ধরে স্থানীয় এক যুবক রাস্তার সারমেয়দের ধরে বাড়িতে নিয়ে এসে তাদের ওপর যৌন অত্যাচার চালাচ্ছিল। স্থানীয় মানুষেরা কোনোদিনই তা টের পায়নি। স্থানীয় পশুপ্রেমী সমক চট্টোপাধ্যায় ও তিতাস মুখোপাধ্যায় খবর পেয়ে বেশ কয়েকদিন ধরে ওৎ পেতে থেকে দেখতে পান, রাতে কুকুরদের ধর্ষণ করছে। আজ মঙ্গলবার সকালে পশুপ্রেমীরা তার ঘরে ঢুকে তাকে হাতেনাতে ধরে ফেলে। দেখা যায় তার ঘরে পড়ে রয়েছে প্রচুর সিরিঞ্জের মধ্যে বিভিন্ন ওষুধ। সেখানে তার বিছানায় একটি ছোট্ট কুকুরকে নিয়ে সে শুয়ে রয়েছে। এরপরেই উত্তেজিত পশু প্রেমীরা তাকে মারধর করে, মুখে কালি লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় হরিদেবপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পশু প্রেমীদের বক্তব্য, এলাকায় এর মধ্যে ২০ টা কুকুর মারা গেছে। এমনকি কয়েকটা আহত কুকুরদের মেডিক্যাল পরীক্ষা করে দেখা গেছে সেই কুকুরদের সঙ্গে যৌন অত্যাচার চালানো হয়েছে। এলাকার লোকেরা আতঙ্কে রয়েছেন। তাঁদের আশঙ্কা কুকুরদের সঙ্গে যে ব্যক্তি এই ধরণের নক্কারজনক ঘটনা ঘটায় সে সুযোগ পেলে এলাকার শিশুদেরও ছাড়বেনা। তাই এই অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।