Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
পুঁজি ছাড়া ব্যবসা করার সুযোগ এনে দিল ধানভান্টারি বিওসাইন্স। মঙ্গলবার কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্ণধার প্রণব মেয়ূর বলেন, 'লকডাউনের ফলে দেশে ও বিদেশের অর্থনৈতিক ব্যবস্থা কিছুটা হলেও ধাক্কা খেয়েছে, কাজ হারিয়েছেন বহু মানুষ। সে কথা মাথায় রেখে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করলাম নাম পাপা অ্যাপ স্টোর। এখানে কুড়ি হাজারের বেশি প্রডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন তাও আবার কোনরকম পুঁজি ছাড়াই।' মেয়ূর আরও বলেন, 'এই অ্যাপের মাধ্যমে জামাকাপড়, খাবার, গয়নাগাটি, গ্রোসারি সহ বিভিন্ন দ্রব্যাদি যে কোন মানুষ বিক্রি করতে পারবেন এবং তার নামে সংস্থা আলাদা একটি অ্যাপ্লিকেশন বানিয়ে দেবে। অ্যাপটি মোবাইল ছাড়াও ল্যাপটপ উইন্ডোজ আইওএসেও চলবে।'' তার আশা, এর মাধ্যমে কলেজ পড়ুয়া, বেকার যুবক, যুবতী সহ গৃহিণীরাও কিছু পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। স্বনির্ভর হতে পারবেন তাঁরাও। এর ফলে বেকারত্ব অনেকটাই ঘুচবে। তাঁদের কথায় যাদের নিজস্ব ব্যবসা রয়েছে তাঁরাও নিজেদের জিনিসপত্র এই অ্যাপের মাধ্যমে বিক্রি করতে পারবেন, নিজের ব্যবসাকে সম্প্রসারণ করতে পারবেন। এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দন কুমার , আশুতোষ দাস, প্রদীপ গাঙ্গুলী, শাশিশ তিওয়ারি।