Written By সঞ্জিত চক্রবর্তী
বসিরহাট মহাকুমার হাড়োয়া মিনাখাঁ সন্দেশখালি হিঙ্গলগঞ্জ স্বরূপনগর সহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় শীত পড়লেই দেখা মিলত বিভিন্ন প্রজাতির অসংখ্য পরিযায়ী পাখির। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কলকাতার দূষিত জল চ্যানেলের মাধ্যমে চলে আসছে মেছো ভেরি এলাকায়। তার জন্য জল দূষিত হচ্ছে। ফলে মাছের বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে, যার কারণে পাখিরা সেই মাছ খেয়ে মারা যাচ্ছে, এমনকি বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু দীর্ঘ লকডাউন শেষে পরিবেশ কিছুটা দূষণমুক্ত হতেই আবার আস্তে আস্তে আসা শুরু করেছে বিভিন্ন পরিযায়ী পাখি। পশুপ্রেমী ও পরিবেশবিদরা জানাচ্ছেন অবিলম্বে দূষিত জল শোধন করে পাঠানো হোক সুন্দরবন এলাকায়। পাশাপাশি চোরা শিকারিদের আটকাতে ব্যবস্থা নেওয়া হোক।