Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বর্ষবরণের আনন্দের মধ্যেই আতঙ্ক ছড়ালো শহর জুড়ে। করোনা ভাইরাসের নতুন স্ট্রেন মিললো এবার শহর কলকাতায়।
কলকাতায় এই নতুন করোনার স্ট্রেনের খোঁজ মিলতেই জরুরি বৈঠকে বসছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গতকাল স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিষয়টি জানানো হয়। এই মুহূর্তে ব্রিটেন ফেরত তরুণকে ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে।
সূত্রের খবর, দিন দশেক আগেই ব্রিটেন থেকে কলকাতায় ফেরেন ওই তরুণ। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, তিনি ও বিমানে তাঁর সহযাত্রী সহ মোট ৭ জনের নমুনা পাঠানো হয় কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়ো মেডিক্যাল জেনোমিক্সে। ৬ জনের ফল নেগেটিভ আসে। একজনের পরীক্ষা রিপোর্ট নিয়ে সংশয় তৈরি হওয়ায় এরপর তা পাঠানো হয় দিল্লির ন্যাশনাল সেন্টার ফর ডিজিজে। আপাতত কলকাতা মেডিক্যালে কলেজে আইসোলেশনে রয়েছেন ওই তরুণ।
স্বাস্থ্য দফতরের অধিকর্তারা জানিয়েছেন, তরুণের সহযাত্রী, ওই বিমানের কর্মী এবং যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির চেষ্টা চলছে। সবাইকেই রাখা হবে আইসোলেশনে।
এখনও পর্যন্ত দেশে ২০ জনের শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন। কলকাতায় একজন, এছাড়াও দিল্লিতে ৯, বেঙ্গালুরুতে ৭, হায়দরাবাদে ২ এবং পুণের ল্যাবে একজনের শরীরে করোনার নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, ব্রিটেন ফেরত এক মহিলার শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন। পাশাপাশি, উত্তরপ্রদেশের মেরঠে, ব্রিটেন ফেরত ২ বছরের শিশুর শরীরেও মিলেছে করোনার নতুন স্ট্রেন।