Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কর্মী বিক্ষোভের জেরে ‘গ্রাউন্ড হ্যান্ডলিং’-এর কাজ বন্ধের আশঙ্কা কলকাতা বিমানবন্দরে৷
সূত্রের খবর, সংস্থার হাত বদলে বিপাকে পড়েছেন কলকাতা বিমানবন্দরের ‘গ্রাউন্ড হ্যান্ডলিং’-এর কর্মীরা৷ বর্তমানে তাঁরা ‘ভদ্র’ নামে একটি সংস্থার অধীনে রয়েছেন৷ কিন্তু ওই সংস্থার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরে৷ এবার নতুন বরাত পেয়েছে, এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা ‘এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড’৷
তবে সংস্থা পরিবর্তনে বিমানবন্দরের ‘গ্রাউন্ড হ্যান্ডলিং’-এর কর্মীদের আপত্তি নেই৷ কিন্তু তাঁদের দাবি আগের সংস্থার সব কর্মীদের নিয়োগ করতে হবে৷ আর এখানেই আপত্তি নতুন বরাত পাওয়া সংস্থার৷ তাই আন্দোলনে নেমেছেন কর্মীরা৷ এর ফলে আগামী দিনে ‘গ্রাউন্ড হ্যান্ডলিং’এর কাজ বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে কলকাতা বিমানবন্দরে৷
বিমানবন্দরে পণ্য ওঠানো-নামানো, সিঁড়ি লাগানো, বিমান পরিষ্কার-সহ বিভিন্ন কাজ করেন ‘গ্রাউন্ড হ্যান্ডলিং’ কর্মীরা৷ এমনকি বিমানবন্দরের পণ্য বিভাগে জিনিসপত্র উঠানো-নামানোর কাজও ওই কর্মীরাই করেন৷
কর্মী সংগঠনের দাবি,‘ভদ্র’ নামে সংস্থার অধীনে ৩৮০ জন কর্মী রয়েছেন৷ কিন্তু নতুন বরাত পাওয়া সংস্থা প্রথমে ২০০ জন কর্মী নিয়োগ করতে রাজি৷ পরে আরও ১০০ জন কর্মীকে কাজে নেওয়া হবে৷ আর এখানেই আপত্তি কর্মীদের৷ যা নিয়ে জটিলতা তৈরি হয়েছে কলকাতা বিমানবন্দরে৷