Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে শ্লীলতাহানির শিকার এক তরুণী। অভিযোগ উঠেছে নির্যাতিতার ২ বন্ধুর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে বিক্রমগড়ে নিজের এক বান্ধবীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে গেছিলেন ওই তরুণী। রাত ৯টা ৩০মিনিট নাগাদ সে তাঁর বন্ধুদের গাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেই সময় গাড়িতে ছিল সৌরভ ও রাজেশ নামে তাঁর ২ বন্ধু এবং মধুরিমা সরকার নামে এক বান্ধবী। কিন্তু যাদবপুরের দিকে যাওয়ার সময় গাড়ির মধ্যেই সৌরভ ও রাজেশ ওই তরুণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপর ভবানীপুরের কাছে গাড়ি থেকে নেমে যান তরুণী। যাদবপুর থানাতে ২ বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। যাদবপুর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।