Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ডিসেম্বরের ২ তারিখ করোনা টিকার ট্রায়ালে অংশগ্রহণ করেছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার ২৮ দিন বাদে ৩০ ডিসেম্বর বুধবার নাইসেডে করোনার টিকা নিলেন তিনি। দ্বিতীয় পর্যায়ের টিকা নিলেন তিনি। এই দিন নাইসেডের থেকে তাঁকে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণের জন্য ডাকা হয়। ফিরহাদ হাকিম জানিয়েছেন, প্রথম পর্যায়ে টিকা নেওয়ার পর তাঁর শরীরে কোনো রকম অসুবিধা হয়নি। পাশাপাশি নাইসেডের তরফে নিয়মিত মন্ত্রীর খোঁজ রাখা হত। বুধবারে টিকা নেওয়ার পর ফিরহাদ হাকিম বলেন, এই টিকা যদি কার্যকরী না হয়, তাহলে তার ফল ভোগ করবেন তিনি, কিন্তু উপকৃত হবেন সাধারণ নাগরিকরা।