Written By দেবাশিস সেনগুপ্ত
২০২০ সালের আজই শেষ দিন। বিষাদময় এই বছরকে বিদায় জানিয়ে কাল থেকে শুরু হবে নতুন বছর ২০২১। নতুন সালকে বরণ করে নিতে বিশ্ববাসীর সঙ্গে প্রস্তুত কলকাতা। কিন্তু বাপি সেন! না নতুন প্রজন্ম হয়ত জানেই না বা শোনেনি, পুরনো অনেকেই হয়ত ভুলে গেছে বাপি সেনকে। এরকমই এক বর্ষ বরণের রাতে বন্ধুদের সঙ্গে পার্কস্ট্রীট চত্বরে গিয়ে এক যুবতীকে শ্লীলতাহানীর হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিতে হয়েছিল কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন হিসাবে কর্তব্যরত বাপিকে। ২০০২ সালের বর্ষবরণের রাতটি আজও বেহালার পর্ণশ্রী এলাকার মানুষের কাছে বেদনাদায়ক। বর্ষবরণের রাতে ঘটনা ঘটলেও টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানে বাপির লড়াই। সোমশুভ্র ও শঙ্খশুভ্র হারায় তাদের বাবাকে। বাপি সেনের ছোট ছেলে শঙ্খশুভ্র এতটাই ছোট ছিল মনে নেই তাঁর বাবার মুখ। আজও পর্ণশ্রীর সেন পরিবারের কাছে এই দিনটি বীভিষিকার। দাদা অনুপ সেনের আক্ষেপ, যদি সেদিন ডিউটি থেকে ফেরার পর বন্ধু গৌতম ,কানাইদের সঙ্গে না ছাড়তো তাহলে হয়ত এই দিনটি দেখতে হতো না বা স্ত্রী সোমাকে হারাতে হতো না স্বামীকে, অনুপ বাবুকেও হারাতে হতো না ভাইকে!