Written By রকি চৌধুরী
গাড়ির ধাক্কায় জখম হল ২টি লেপার্ড। বানারহাট এল.আর.পি রোড সংলগ্ন এলাকায় ভোর রাতে ২টি লেপার্ড গাড়ির ধাক্কায় জখম হয়। বনদফতর সূত্রে খবর, লেপার্ড দু'টি রাস্তা পারাপার করছিল। অনুমান করা হচ্ছে, যেহেতু ওই রাস্তার পাশেই চা বাগান রয়েছে, সাভাবিক ভাবে লেপার্ড গুলি নিয়মিত ভাবে ওই রাস্তা গুলো ব্যবহার করে থাকে। ঠিক সেই সময় একটি ছোট গাড়ি দ্রুত গতিতে তুফানগঞ্জ থেকে নাগারাকাটার দিকে যাচ্ছিল এবং সেই সময় লেপার্ড দু'টিকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি নিচু জমিতে গিয়ে পড়ে। ঘটনায় জখম হয় গাড়িতে থাকা ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। এরই মধ্যে একটি লেপার্ডকে ঘুমপাড়ানি ওষুধ দিয়ে গুলি করে উদ্ধার করা হয়েছে। অপরটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।