Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
অসুস্থ প্রবীণ চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়। বেশ কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। সর্দি ও জ্বর হয়েছিল তাঁর। এরপর মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি হন তিনি। হাসপাতালের তরফে বলা হয়েছে, ফুসফুসে সংক্রমণ রয়েছে এই প্রবীণ চিকিৎসকের। সঙ্গে হয়েছে নিউমোনিয়া। এক্স রে করে দেখা যায়, ফুসফুসে প্রদাহ জমেছে তাঁর। করোনা পরীক্ষা করে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। ৮৫ বছর বয়স হয়েছে মেডিসিন বিশেষজ্ঞ সুকুমার মুখোপাধ্যায়ের। যা ভাবাচ্ছে মেডিকা হাসপাতালের চিকিৎসকদের।