Written By সঞ্জিত চক্রবর্তী
সীমান্তের বল্লীর বিল যেন দুই বাংলার পরিযায়ী পাখিদের মিলনক্ষেত্র। সীমান্তের কাঁটাতার সীমান্তরক্ষী বাহিনীর অতন্দ্র প্রহরায় পর্যটকদের দুই দেশের মধ্যে যাতায়াতে আইনি বেড়াজাল গড়ে দিলেও পরিযায়ী পাখিদের খোলা আকাশের অবাধ বিচরণে তা বাধা হতে পারেনি। সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় ।
বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের বল্লীর বিল প্রায় সাড়ে ১০ হাজার একর জলাশয় ও খাস জমি রয়েছে। সেখানে শীতকাল পড়তেই বিভিন্ন প্রজাতির রঙ বেরঙের পাখির দেখা মেলে, যেমন বিল বাচ্চু, কুনোবক, সারস, বনটিয়া, হাঁস পাখি, সহ বিভিন্ন প্রজাতির পাখি। দুই বাংলার সীমান্তের কাঁটাতার বেড়াজাল বিভেদ ভেঙে খোলা আকাশে ডানা মেলে উড়তে উড়তে বল্লীর বিলে চলে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, গত বছর এত প্রজাতির পাখির সংখ্যা এত পরিমানে দেখা যায়নি। এবার করোনাভাইরাস এর জন্য পরিবেশ দূষণমু ক্ত ঘটায়, অনেক পাখি সকাল-দুপুর- রাতে ভিড় জমাচ্ছে। এখানে আসছে খাদ্যের সন্ধানে, তাই সীমান্তের বাধা থাকা সত্ত্বেও এরা বাঁধনহারা । তাই সীমান্ত গ্রামের মানুষের কাছে এটা একটা অন্য অনুভূতি। এমনকি মাঝে মাঝে পর্যটকরাও দেখতে আসছেন। এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখে আনন্দ উপভোগ করছেন তাঁরা। কিন্তু রাতের অন্ধকারে মাঝে মাঝে চোরাশিকারির দাপট কিছুটা ঘুম কেড়েছে এই পরিযায়ী পাখিদের। সীমান্তের বাসিন্দারা চাইছেন এগুলো বন্ধ হোক মুক্ত বাতাসে এরা অবাধ যাতায়াত করুক।