Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
শনিবারের প্রাথমিক উদ্বেগ কাটিয়ে রবিবার আপাতত ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার সকালে হাসপাতালের তরফে দেওয়া মেডিক্যাল বুলেটিনে জানান হয়েছে, শনিবার রাতে ভাল ঘুম হয়েছে তাঁর। গায়ে জ্বরও নেই। রক্তচাপ এবং নাড়ির গতি স্বাভাবিক আছে। শনিবার রাতে করোনোর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে হালকা খাবার দেওয়া হয়েছে। সৌরভের অক্সিজেন সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। আপাতত আর শ্বাসকষ্টের সমস্যা নেই। সকালের ইসিজি করা হয়। তার রিপোর্টও স্বাভাবিক। আগামী দু’দিন ৫ চিকিৎসককে নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হবে তাঁকে।