Written By সঞ্জিত চক্রবর্তী
সীমান্তে প্রতিবন্ধীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ বিএসএফের। উত্তর ২৪ পরগনার বসিরহাট স্বরূপনগরের হাকিমপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে রবিবার একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তের তারালী, দোহার কান্দা, হাকিমপুর এই তিনটি গ্রাম থেকে কয়েক শ' বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ ও দুঃস্থ অসহায় মানুষদের বাড়ি থেকে এনে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধএর ব্যবস্থা করে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষীরা। কোভিড পরবর্তী কালে কর্মসংস্থান হারিয়ে অনেক মানুষই এই মুহূর্তে চিকিৎসা করার মত অবস্থায় নেই। তাই সীমান্ত এলাকার সেই সব মানুষদের বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। জওয়ানদের উদ্যোগে এই চিকিৎসা পেয়ে খুশি এলাকাবাসী। এই অনুষ্ঠানে বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের প্রদীপ বর্মা সহ বিএসএফের আধিকারিক চিকিৎসক ও জওয়ানদের এই কাজে সহযোগিতা করেন হাকিমপুরে স্পোটিং ক্লাবের সভাপতি রেজা সাহাজি সহ ক্লাব সদস্যরা। বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, এভাবেই আগামী দিনে আরও অনেক সমাজসেবামূলক কাজে অংশ নেবে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।