Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বাংলায় কাজ শুরু করে দিয়েছে দল। আসন্ন নির্বাচনে আব্বাস সিদ্দিকীর নেতৃত্বেই বাংলায় লড়বেন তাঁরা বলে ফুরফুরা শরিফে এসে জানালেন অল ইন্ডিয়া মজলিস-ই- ইত্তেহাদুল মুসলিমিনের (মিম) এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘বাংলায় আব্বাস সিদ্দিকির নেতৃত্বেই এগিয়ে যাব আমরা। ওঁর পাশে থাকব আমরা। উনি যে সিদ্ধান্ত নেবেন, তাকেই সমর্থন করব আমরা।’
তবে এদিনের এই ওয়াইসির বাংলা সফরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের সাংসদ সৌগত রায় বলেন, ‘আসাদউদ্দিন তো আগেই বাংলায় আসবেন বলে জানিয়েছিলেন। তবে আব্বাস সিদ্দিকির সঙ্গে এই বৈঠক নতুন বিষয়। ওয়াইসি বুঝতে পেরেছেন, বাংলায় তাঁর কোনও প্রভাব পড়বে না। কারণ বাংলায় ঊর্দুভাষী মুসলমানের সংখ্যা কম। তাই ফুরফুরায় আব্বাস সিদ্দিকির আত্মীয়দের কাছে গিয়েছেন। বিজেপির ভোট কাটানোই মিমের লক্ষ্য। বাংলার মানুষ কখনও তাদের গ্রহণ করবেন। এমনকি মিমের আগমনে বাংলার রাজনীতিতে কোনও প্রভাব পড়বে না।’
বিজেপির ‘বি’ টিম হিসেবে কাজ করার অভিযোগ এদিন উড়িয়ে দেন ওয়াইসি। সাংবাদিকদের তিনি বলেন, ‘সংখ্যালঘুদের নিয়ে যদি এতই চিন্তা, তাহলে গুজরাট যখন জ্বলছিল, কোথায় ছিলেন মমতা? উনি নিজেই তো বিজেপিকে আটকাতে পারছেন না। এত লোক তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, তাঁদের আটকাতে পারছেন না কেন?’ বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘গণতান্ত্রিক দেশে যে কেউ নির্বাচনে অংশ নিতেই পারেন। তবে ওটা একটা ধর্মীয় সংগঠন। বাংলায় মিম তেমন কোনও বড় ফ্যাক্টর নয়।’
রবিবার সকালে দমদম বিমানবন্দরে এসে পৌঁছন মিম প্রধান আসাদউদ্দিন। সেখান থেকেই তিনি সোজা ফুরফুরা শরিফের উদ্দেশে রওনা দেন। সেখানে পীরজাদা আব্বাস, পীরজাদা নৌশাদ সিদ্দিকি, পীরজাদা বইজিদ আমিন এবং সাবির গফ্ফর-সহ সংখ্যালঘু নেতাদের সঙ্গে বৈঠক করেন। আসাদউদ্দিনকে ফুরফুরা শরিফ ঘুরিয়ে দেখান আব্বাস। সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন আসাদউদ্দিন।