Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
এই গাড়িটিই মন্ত্রী গাড়িতে ধাক্কা মারে
রবিবার দুপুরে দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন দক্ষিণ কলকাতার কসবা এলাকয় রাজডাঙায় তাঁর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণ সুস্থ রয়েছেন মন্ত্রী। জানা গেছে, এদিন কসবার রাজডাঙার নবপল্লী এলাকায় উলটোদিক থেকে আসা একটি পাথরকুচি বোঝাই ম্যাটাডোর(৪০৭) গাড়ি ধাক্কা দেয় বনমন্ত্রীর গাড়িতে। যার জেরে সামান্য ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। তবে সুস্থ রয়েছেন রাজীববাবু। দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এমনটা ঘটতেই পারে। বড় করে দেখার মতো কিছু হয়নি। কারোর কোনও ক্ষতি হয়নি। তবে গাড়িটির লুকিং গ্লাস ভেঙেছে।’ দুর্ঘটনার পর পুলিশ ম্যাটাডোরের চালককে গ্রেফতার করেছে। পুলিশি জেরায় চালক জানিয়েছে ব্রেক ফেল করে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশের সঙ্গে কথা বলে মন্ত্রী তাঁর গাড়ি নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যান।