Written By সঞ্জিৎ চক্রবর্তী
কৃষি আইন বাতিল, কৃষক আত্মহত্যার প্রতিবাদে রাস্তার ওপর শুয়ে কৃষকদের অভিনব বিক্ষোভ। বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের কয়েকশো কৃষক বসিরহাট মালঞ্চ রোডের তেঁতুলতলা এলাকায় রাস্তার ওপর শুয়ে অভিনব প্রতিবাদ দেখালন। তাঁদের দাবি অবিলম্বে কৃষি কালা আইন প্রত্যাহার করতে হবে। পাশাপাশি কৃষকদের সবজির ন্যায্য মূল্য ধার্য করার দাবিতে আজ রবিবার দুপুর তিনটে নাগাদ কয়েকশো কৃষক গলায় গামছা বেঁধে রাস্তার ওপর শুয়ে প্রতিবাদ অবস্থান বিক্ষোভ শুরু করেন। পাশাপাশি কৃষকরা জানান প্রধানমন্ত্রী যেখানেই থাকেন তা ঠিক ২২ কিলোমিটার দূরে রাজধানী দিল্লির সিঙ্গু অঞ্চলে যেখানে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেখানে আন্দোলনরত কৃষকদের প্রতি কোনও সহানুভূতি নেই তাঁর। নিজেদের জীবন জীবিকা বাঁচাতে যেভাবে কৃষকরা প্রতিবাদ দেখাচ্ছেন ও একের পর এক কৃষক আত্মহত্যা করছেন, সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার অন্নদাতাদের পাশে দাঁড়ানো তো দূরের কথা তাঁদের জীবন কেড়ে নিচ্ছে। তাই তাঁরা বাধ্য হয়েছেন রাস্তায় নেমে এই আন্দোলনকে সমর্থন করতে। তাই এই রাজ্যে বাম ও কংগ্রেস যৌথভাবে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে বলে কংগ্রেস নেতা কাদের সরদার বলেন, ‘এই আন্দোলন মানুষের আন্দোলন। জীবন-জীবিকার আন্দোলন। কৃষকদের পরিকল্পনা করে জীবন-জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত কালা কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।’