Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
File Pic
আগামী সপ্তাহে চারদিনের সফরে দক্ষিণ ২৪ পরগনা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ তারিখ তিনি কলকাতা থেকে হেলিকপ্টারে পৌঁছবেন নামখানা। সেখানে সেদিন তিনি যোগ দেবেন একটি প্রশাসনিক বৈঠকে। পরের দিন তিনি যাবেন সাগরদ্বীপে। ৮ তারিখ সেখানে চলতি বছরের গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন তিনি। ৯ তারিখও তাঁর সেখানে থাকার কথা। ১০ তারিখ তিনি ফিরে আসবেন কলকাতায়। এখনও পর্যন্ত তাঁর এই কর্মসূচিতে দলীয় কোনও সভা বা র্যালির খবর পাওয়া যায়নি। তবে ৮ অথবা ৯ তারিখ তাঁর কোনও দলীয় কর্মসূচি থাকলেও থাকতে পারে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
Thanks! Quite a lot of forum posts! Best Essay writing Rules Of Wrriting An Essay
You actually mentioned this perfectly! Bestt Essay writing Essay writing service research paper