Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
সোমবার ৪ জানুয়ারি থেকে কলকাতা মেট্রোর সংখ্যা বাড়ছে। ১২টি মেট্রো সংখ্যা বাড়ানো হয়েছে। এবার থেকে সোম থেকে শনি, প্রতিদিন মোট ২২৮ টি মেট্রো চলবে। ওই ৬ দিন কবিসুভাষ ও দমদম থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা'য়, নোয়াপাড়া থেকে ৭টা নয় মিনিটে। কবি সুভাষ ও দমদম থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে এবং নোয়াপাড়া থেকে রাত ৯টা ২৫ মিনিটে। ই পাস লাগবে সকাল ৯টা থেকে ১১ টা এবং বিকেল ৫ টা থেকে ৭ টা পর্যন্ত। সিনিয়র সিটিজেন, মহিলা এবং ১৫ বছরের নিচে শিশুদের ইপাস লাগবে না। শনি ও রবিবার কোন ইপাস লাগবেনা। আপাতত টোকেন ব্যবস্থা চালু হচ্ছে না।