Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
নিরাপদ যান চলাচলের ক্ষেত্রে কলকাতা পুলিশের 'SAFE DRIVE SAVE LIFE' প্রচার বিগত কয়েক বছরে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল।শুধু তাই নয় রাস ড্রাইভিং এবং হেলমেট না পড়ে দুই চাকার যান চালানোর ক্ষেত্রে তা যথেষ্ট প্রভাবও ফেলেছিল। এবার কলকাতা পুলিশ সম্প্রতি পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে শুরু করল নতুন এক প্রচার 'Lane Driving'। কলকাতা পুলিশের কর্মকর্তা নীলেশ চৌধুরী বলেন,"সাতটি দফায় ব্যস্ত পারসারকাস অঞ্চলে আমরা 'লেন ড্রাইভিং' প্রচার চালিয়েছি- সঠিক লেনে যাতে দু চাকার যান চালানো হয়। এর ফলে দুর্ঘটনা অনেকটা এড়ানো গেছে।এক্ষেত্রে চালকদের দক্ষতার মূল্যায়ন করা হয়েছে।" আগামী দিনের পথ দুর্ঘটনা রোধে আস্তে আস্তে চার চাকার গাড়ি এবং অটোরিকশার ক্ষেত্রেও লেন ড্রাইভিং চালু করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।