Written By অংশুমান চক্রবর্তী
গানের জলসায় পদপিষ্ট হয়ে ২ মহিলার মৃত্যু ঘিরে পাহাড়ে উত্তেজনা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিম্পংয়ের মেলা গ্রাউন্ডে। সেখানে জলসার আয়োজন করেছিল এক স্থানীয় ক্লাব। নেপালের একটি ব্যান্ড, দার্জিলিংয়ের একটি ব্যান্ড ও স্থানীয় কিছু শিল্পীদের নিয়ে অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলার সময় মাঠের মূল প্রবেশদ্বারের সামনে ভিড় হয়ে যায়। তারপরে গেট খুলে দেওয়ায় ধাক্কা ধাক্কিতে অনেকেই পড়ে যান এবং সেখানেই ভিড়ের চাপে এক জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন জখম হন। যার মধ্যে আশঙ্কাজনক ৫ জন। জখমদের কালিম্পং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোরে আহতদের মধ্যে আরও এক জনের মৃত্যু হয়। মৃত ২জন মহিলা। জখমদের মধ্যে আশঙ্কাজনক ২ জনকে শিলিগুড়িতে পাঠানো হয়। তদন্ত শুরু করেছে কালিম্পং থানার পুলিশ।