Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
করোনায় আক্রান্ত হলেন ' অক্টোবর ' খ্যাত অভিনেত্রী বনিতা সান্ধু। কলকাতায় ' কবিতা এন্ড টেরেসা ' নামের একটি ছবির শ্যুটিং করতে এসেছিলেন তিনি। যেহেতু তিনি ইংল্যান্ড থেকে এসেছেন তাই বাধ্যতামূলকভাবে তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্টেই ধরা পড়ে তিনি পজিটিভ। যদিও অভিনেত্রীর দাবি তাঁর কাছে একটি বেসরকারি ল্যাবের রিপোর্ট রয়েছে করোনার, যেখানে তিনি নেগেটিভ। তবে বর্তমানে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। উল্লেখ্য, বিদেশ থেকে ফেরার পর বণিতার সহযাত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।